ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

এ সময়ের পাদুকা

প্রকাশিত: ২১:০৩, ২০ জুলাই ২০২৫

এ সময়ের পাদুকা

সকালের আকাশে রোদের ঝলকানি

সকালের আকাশে রোদের ঝলকানি দেখে লিথিন কলেজে যায় ক্লাসের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় দেখা দিল বিপত্তি। হঠাৎ ঝুম বৃষ্টি। কলেজ পড়ুয়া  লিথিন একুশ বছরের তরুণী। বেশ ফ্যাশনাবল। তাই পোশাক এবং জুতার ব্যপারে সচেতন। সকালের রোদকে বিশ্বাস করে বৃষ্টি উপযোগী নয় এমন একজোড়া দামি জুতা পরেই বের হয়েছেন। কিন্তু বর্ষার পানিতে জুতা জোড়া ভিজে নষ্ট হওয়ার উপক্রম প্রায়। তবে সেদিন থেকেই সিদ্ধান্ত  নিয়ে নেন আর কখনো শ্রাবণের রোদকে বিশ্বাস করা যাবে না।

বর্ষা ঋতুর এ সময়টায় আকাশ পরিষ্কার  দেখলেও কোনোরকম প্রস্তুতি ছাড়া বের হওয়া উচিত না। কেননা ঝুম বৃষ্টি আপনার পরিপাটি ফ্যাশনের বারোটা বাজিয়ে দিতে পারে নিমিশেই। বিশেষজ্ঞরা এই সময় প্লাস্টিকের জুতা ব্যবহারের পরামর্শ দেন। কারণ, কাদামাটি ও পানির কারণে চামড়ার জুতা বা স্নিকার্স খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এতে পায়ের ত্বকে নানা ধরনের চর্মরোগ হওয়ার আশঙ্কাও থাকে। তাই প্লাস্টিক বা পানিনিরোধক স্যান্ডেল বা জুতা এই সময়ে বেছে নেওয়া ভালো।
এই সময়ে উপযুক্ত হলো জলরোধী ফ্লিপ-ফ্লপ, ক্রকস, রাবারের স্যান্ডেল বা জলপ্রতিরোধক লোফার। ছোট  ছোট ছিদ্র থাকায় ক্রক্স জুতা পরলে পা ভিজলেও দ্রুত শুকিয়ে যায়। ফলে পায়ের ত্বকে ছত্রাক সংক্রমণের ভয় থাকে না। এ ছাড়াও বাজারে এখন দুই ফিতা, সামনে ঢাকা বর্ষার উপযোগী এমন নানা নকশার স্যান্ডেল পাওয়া যাচ্ছে। দোকানিরা জানান, পায়ের ওপর আবরণী দেওয়া প্লাস্টিকের স্যান্ডেলের চাহিদা এখন বেশি। ছেলেদের জন্য ওয়াটারপ্রুফ স্যান্ডেল  সবচেয়ে আরামদায়ক।
হাঁটার সময় পায়ে যাতে বৃষ্টির পানিতে জমে থাকা ময়লা, পানি ও কাদা না লাগে, সে জন্য জুতা বা স্যান্ডেলের সোল একটু উঁচু থাকা ভালো। যাঁদের বৃষ্টির দিনে বেশি সময় বাইরে থাকতে হয়, তাঁদের জন্য পায়ের চারপাশের অংশ যেন ঢেকে থাকে, এ রকম জুতা বেছে নেওয়াই ভালো। জুতায় কাদা লেগে গেলে সঙ্গে সঙ্গে ঘষবেন না। দাগ বসে যাবে। শুকিয়ে গেলে ভেজা টিস্যু দিয়ে কাদা মুছে নিন। প্লাস্টিক বা রাবারের জুতা ভিজে গেলেও খুব দ্রুত পানি শুকিয়ে যায়। 
বর্ষায় ব্যবহারের উপযোগী এবং কম দামে বিভিন্ন রাবারের সোলের বৈচিত্র্যময় জুতা পাবেন নিউমার্কেট, চাঁদনী চক, এলিফ্যান্ট রোড, মিরপুর, গুলিস্তানের বিপণিবিতানগুলোয়। পানিরোধক এসব জুতার দাম ৭০০ টাকা থেকে শুরু। এসব জুতায় শুধু আরামই নয়, ফ্যাশনের দিকও বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে। জুতার স্ট্র্যাপ আর আবরণীতে লাল, নীল, গোলাপির মতো উজ্জ্বল রঙের ব্যবহার থাকছে।
ব্র্যান্ডের জুতা কিনতে চাইলে চলে যেতে পারেন বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাজা, মেট্রো শপিং মল প্রভৃতি বিপণিবিতানে। বাটা, গ্যালারি অ্যাপেক্স, বে এম্পোরিয়ামসহ নানা ব্র্যান্ডের নিজস্ব আউটলেট তো আছেই। গ্যালারি অ্যাপেক্সে ছেলেদের জুতাগুলোর দাম ১ হাজার ৪০০ টাকা থেকে শুরু। বর্ষায় ব্যবহার উপযোগী লেদার সিনথেটিক মেশানো কেডস পাওয়া যাবে ৮০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। 
ফ্যাশন প্রতিবেদক

প্যানেল হু

×