ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রাবণ যখন তপ্ত!

জলি রহমান

প্রকাশিত: ২৩:৪৬, ২৪ জুলাই ২০২২

শ্রাবণ যখন তপ্ত!

.

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে...নব্বই দশকে শিল্পী ডিফারেন্ট টাচ এর গাওয়া এই গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেএখনও উসব-অনুষ্ঠানে শোনা যায় এ গানআর শ্রাবণ এলেই এখনও এ গান গুনগুনিয়ে গেয়ে ওঠে আশি ও নব্বই দশকের নর-নারীরাএবার আষাঢ়ের দিনগুলোতে রোদের ঝলকানি জনজীবন অতিষ্ঠ করে দিয়েছেচলছে শ্রাবণ মাসপ্রায়ই নামছে অঝোরে বৃষ্টিতবুও ভ্যাপসা গরম কমছে নাআবালবৃদ্ধবনিতা সবারই হাঁসফাঁস অবস্থা

ড্রয়ার ঘেঁটে বের করছে পুরনো নরম পোশাককেউবা ছুটছে মার্কেটে আরামদায়ক পোশাক খুঁজতেমাঝে মাঝে মনে হয় গ্রীষ্মের বিদায় ঘণ্টা এখনও বাজেনিতাই এই গরমে আরাম পেতে বেছে নিতে পারেন স্লিভলেস পোশাকফ্যাশনের পাশাপাশি স্বস্তি দেয় এই পোশাকচার-পাঁচ দশক আগে থেকেই স্লিভলেস পোশাক পরতে দেখা যেত ফ্যাশনপ্রেমী নারীদেরতখন শাড়িই ছিল বাঙালী নারীদের প্রধান পোশাকসঙ্গে পরতো স্লিভলেস ব্লাউজবাঙালী নারীরা সবসময়ই শাড়িতে অনন্যাআর সেই শাড়ির সঙ্গে যদি স্লিভলেস ব্লাউজ পরা হয় তবে সৌন্দর্য বেড়ে যায় বহুগুণশাড়ির সঙ্গে মানানসই ভিন্ন রঙের স্লিভলেস ব্লাউজ পরলে দেখতেও বেশ ফ্যাশনেবল লাগেযেকোন ভাল শপিংমলেই পাওয়া যায় বিভিন্ন রঙ ও সুন্দর ডিজাইনের ব্লাউজএসব ব্লাউজ  পাওয়া যাবে ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যেআর যারা শাড়ি পরতে পছন্দ করেন না তারা পরতে পারেন কুর্তি, টপস বা কামিজতবে স্লিভলেস যেকোন পোশাকই সরু ও লম্বা হাতে ভাল মানায়এ পোশাকের ছোট গলার কাট বা কলার গলাও ভাল লাগে

মার্জিতভাবে যেকোন স্লিভলেস পোশাকই আপনাকে করবে ফ্যাশনেবলদেশীয় ফ্যাশন হাউসে পাওয়া যায় পাশ্চাত্য মিশেলে নান্দনিক ড্রেসযেহেতু তাপপ্রবাহ প্রতিনিয়ত বাড়ছেতাই ভারি পোশাক এই সময়ে যতটা এড়ানো যায়পরতে হবে ঢিলেঢালা আরামদায়ক সুতি কাপড়ের পোশাকএকই সঙ্গে আটসাট ভাব বাদ দিয়ে পোশাককে করতে হবে স্বাচ্ছন্দ্যময়

বর্ষা বিলাসের জন্য অনেকে ছুটে যায় দূর-দূরান্তে আবার কেউ নিজ বারান্দায় এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে বৃষ্টির ছন্দ উপভোগ করেনতবে তীব্র তাপপ্রবাহ সে যেন নাছোড়বান্দা, পিছু ছাড়ছে নাআর এই গরমে ভ্রমণের জন্য স্লিভলেস পোশাকের জুড়ি নেইপোশাক আরামদায়ক হলে ঘুরতেও ভালোলাগেস্বাধীনতাপরবর্তী সময়ে কেবল অভিজাত শ্রেণীর নারীরাই স্লিভলেস পোশাক পরতেনবর্তমানে সকল শ্রেণীর নারীরাই পরছে এই ড্রেসভার্সিটি পড়ুয়া মেয়েরা আবার অফিসগামী নারীরা অনেকেই পরছেন স্বাচ্ছন্দ্যের সঙ্গেতবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে পোশাকটি পরছেন তা আপনার সঙ্গে কতটা মানানসইযাদের হাত দেখতে মোটা লাগে তাদের স্লিভলেস এড়িয়ে চলাই ভাল

বর্তমানে টিনএজদের পছন্দের শীর্ষে রয়েছে স্লিভলেস, কুর্তি, টপসতাদের ভাললাগাকে প্রাধান্য দিয়ে ফ্যাশন ডিজাইনাররা তৈরি করছেন নান্দনিক ডিজাইনের পোশাকদেশীদশ, লারিভ, আড়ংসহ যেকোন ফ্যাশন হাউসে পেয়ে যাবেন আপনার পছন্দের পোশাকটিএছাড়াও বসুন্ধরা শপিংমল, যমুনা ফিউচার পার্ক, মৌচাক, রাজধানী মার্কেটসহ যেকোন শপিং সেন্টারে গিয়ে খুঁজে নিন আপনার আরামের পোশাকটিস্লিভলেস কুর্তি, টপসের ভিতরে অতিরিক্ত হাতার কাপড় দেয়া থাকেতাই যারা স্লিভলেস পোশাকে অভ্যস্ত ননতারা পরতে পারেন ছোট হাতার পোশাককাপড় ও ডিজাইনভেদে দামে তারতম্য থাকেতবে ভালোমানের টপস, কুর্তি পাওয়া যায় ১ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যেই।    

×