ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তেলের দাম কমার প্রথম ও মূল কারণ চীনের উৎপাদন হতাশজনকভাবে কমে যাওয়া

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম 

প্রকাশিত: ১৪:৩৪, ১ আগস্ট ২০২২; আপডেট: ১৭:৪৫, ১ আগস্ট ২০২২

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম 

জ্বালানি তেল

জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে। গত জুলাই মাসে চীন ও জাপানে জ্বালানি তেলের উৎপাদন কম হওয়ার কারণেই দাম কমেছে বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। 

রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ০ দশমিক ৮ শতাংশ কমে হয়েছে ১০৩ দশমিক ১৫ ডলার, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ৯৭ দশমিক ৪৪ ডলার।

গত জুনে উৎপাদনের গতি অনেকটাই বেড়ে গিয়েছিল বিশ্বের বৃহত্তম ক্রুড তেল আমদানিকারক দেশ চীনে। কিন্তু দেশটিতে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়। এতে জুলাইয়ে প্রত্যাশার চেয়ে কম উৎপাদন হয়েছে।

অপরদিকে জাপানে গত ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কম উৎপাদন হয়েছে। সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেন, আজ তেলের দাম কমার প্রথম ও মূল কারণ চীনের উৎপাদন হতাশজনকভাবে কমে যাওয়া।

টিএস

×