ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড্রোন প্রশিক্ষণে সিমুলেটর

বিবিসি

প্রকাশিত: ২১:২৬, ২০ জুলাই ২০২২

ড্রোন প্রশিক্ষণে সিমুলেটর

প্রজেক্ট এয়ারসিম

ড্রোনের এআইকে প্রশিক্ষণ দিতে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটকার্যত ড্রোনের জন্য ফ্লাইট সিমুলেটরের ভূমিকা পালন করবে প্রজেক্ট এয়ারসিমমাইক্রোসফটের প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজস্ব ড্রোনগুলোকে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ড্রোন নিয়ন্ত্রণের জন্য আলাদা সফটওয়্যার নির্মাণে সহযোগিতা পাবে বিভিন্ন কোম্পানিপ্রজেক্ট এয়ারসিম’-এর সুবাদে বিদ্যুতের লাইনের মতো বিপজ্জনক বস্তুর আশপাশে ড্রোন ওড়ানোর প্রযুক্তি পরীক্ষা করে দেখা যাবেমাইক্রোসফট বলছে, তাদের প্ল্যাটফর্মে কয়েক সেকেন্ডেই কয়েক লাখ ফ্লাইটের সিমুলেশন চালানো যাবে। -বিবিসি

×