
গাজা শহরের আল শিফা হাসপাতালে অপুষ্টিতে ভুগে ৩৫ দিন বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে।
ইসরাইলের মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩৫ দিন বয়সী ওই শিশুটির গাজা সিটির আল শিফা হাসপাতালে মৃত্যু হয়। এদিকে অবরুদ্ধ এই ভূখ-টিতে ইসরাইলি লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে। খবর আলজাজিরার।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ জারি করেছে। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত সামরিক অভিযান চালায়নি ইসরাইল। এ নির্দেশনার ফলে সেখানে ইসরাইলি জিম্মিদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় এখনো ৫০ জনের মতো জিম্মি জীবিত অবস্থায় থাকতে পারেন। এদিকে আল শিফা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, উত্তর গাজায় জাতিসংঘের সহায়তা ট্রাকের জন্য অপেক্ষারত মানুষের ওপর ইসরাইলি গুলিতে অন্তত ৩০ জন নিহত ও বহু আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, শত শত মানুষ অনাহারে মৃত্যুর মুখে, অনেকেই মারাত্মক দুর্বলতা ও মাথা ঘোরার উপসর্গে হাসপাতালে ভিড় করছেন। মন্ত্রণালয় জানায়, অসুস্থদের শরীর দিন দিন ক্ষীণ হয়ে আসছে, তারা চরমভাবে মৃত্যুর ঝুঁকিতে। ইসরাইলের মানবিক সহায়তা বন্ধ এবং যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালানোর মধ্যেই গাজায় আবারও একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সেখানে মাত্র ৩৫ দিন বয়সী এক নবজাতক অনাহারে মারা গেছে। রবিবার গাজা সিটির আল শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া।
প্যানেল হু