
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্ত্রের প্রদাহে আক্রান্ত হয়েছেন। খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে তিনি আগামী তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন তার দপ্তর।
রোববার নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনি রাতে বাসি খাবার খাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।’
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে জানানো হয়, নেতানিয়াহু রোববারের পার্লামেন্ট অধিবেশন এবং সোমবার তেল আবিব জেলা আদালতে নির্ধারিত তার মামলার শুনানিতে উপস্থিত থাকবেন না।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে প্রতি সপ্তাহে দুইবার আদালতে হাজিরা দিতে হয়। ২০২০ সালের ২৪ মে এই মামলার শুনানি শুরু হয়। ইসরায়েলের ইতিহাসে তিনিই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি একজন অপরাধমূলক আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছেন।
এছাড়া গাজায় নারী ও শিশুসহ প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনিকে হত্যার অভিযোগে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সূত্র: আনাদোলু।
রাকিব