
ছবি: সংগৃহীত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটক আফগানদের সহায়তা করবেন। এরা সেইসব আফগান, যারা নিজেদের দেশ থেকে পালিয়ে এসেছিলেন, যখন তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।
অভিবাসন বিরোধী অবস্থানের জন্য পরিচিত রিপাবলিকান নেতা ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর (জানুয়ারি ২০২১) শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করেন। চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অবস্থানরত হাজার হাজার আফগান নাগরিকের অস্থায়ী বহিষ্কার সুরক্ষা বাতিল করে।
ট্রাম্প রোববার ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে বলেন, “আমি এখনই তাদের বাঁচানোর চেষ্টা করবো।” পোস্টটিতে ইউএই-তে আটকে থাকা আফগানদের নিয়ে করা একটি প্রতিবেদনের লিংক যুক্ত ছিল।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার সংযুক্ত আরব আমিরাত ২০২১ সালে যুক্তরাষ্ট্রের অনুরোধে কাবুল থেকে সরিয়ে আনা কয়েক হাজার আফগানকে সাময়িকভাবে আশ্রয় দিতে রাজি হয়। এ সময় তালেবান সরকার যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সরে যায়।
২০২২ সালে কানাডা প্রায় ১,০০০ আফগান নাগরিককে পুনর্বাসনের জন্য রাজি হয়, যারা এখনো ইউএই-তে অবস্থান করছেন। তবে বর্তমানে ইউএই-তে কতজন আফগান রয়ে গেছেন, তা স্পষ্ট নয়।
প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ আফগানকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে।
এই শরণার্থীদের মধ্যে রয়েছেন আফগান-মার্কিন সেনা সদস্যদের পরিবার, তাদের সন্তান যারা তাদের বাবা-মায়ের সঙ্গে পুনর্মিলনের অনুমোদন পেয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা আফগানদের আত্মীয়স্বজন, এবং সেইসব হাজার হাজার আফগান যারা ২০ বছরব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার ও সেনাবাহিনীর হয়ে কাজ করেছেন।
সূত্র: এনডিটিভি
মিরাজ খান