
ছবি: সংগৃহীত।
লটারিতে একবার জেতাই যেখানে বহু মানুষের কাছে আজীবনের স্বপ্ন, সেখানে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের এক বাসিন্দা মাত্র এক মাসের ব্যবধানে একই লটারিতে দুবার জিতে নিয়েছেন বিশাল অঙ্কের অর্থ—প্রতিবারই প্রায় ৫০ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকারও বেশি!
এই অবিশ্বাস্য সৌভাগ্যের মালিকের নাম ট্র্যাভিস। তিনি আরকানসাসের পুলাস্কি কাউন্টির বাসিন্দা। '৫০,০০০ ফ্রেনজি' নামে একটি স্ক্র্যাচ-অফ লটারি গেমে অংশ নিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। এই লটারি এমন একটি তাৎক্ষণিক গেম যেখানে টিকিট ঘষলেই জয়-পরাজয়ের খবর মেলে।
প্রথমবার জয়ের পর, আরেকটি টিকিট কেনেন তিনি লিটল রক শহরের চেনাল পার্কওয়ে এলাকার ‘কুম অ্যান্ড গো’ নামের দোকান থেকে। টিকিট ঘষেই তিনি দেখেন—আবারও জিতে গেছেন ৫০ হাজার ডলার!
এই গেমটির মূল উদ্যোক্তা ‘আর্কানসাস স্কলারশিপ লটারি’ নামের একটি প্রতিষ্ঠান, যারা শিক্ষা খাতে অর্থায়নের জন্য লটারি পরিচালনা করে থাকে। প্রতি টিকিটের মূল্য মাত্র ২০ ডলার হলেও, এর মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত জেতার সুযোগ থাকে।
ট্র্যাভিসের এই রেকর্ড যেন ভাগ্যের হাসি নয়, বরং পুরো একটা লটারির কিংবদন্তি হয়ে উঠেছে।
নুসরাত