ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গাজার ক্যাথলিক গির্জায় হামলার পর যুদ্ধ বন্ধের আহ্বান পোপ লিওর

প্রকাশিত: ২০:২৬, ২০ জুলাই ২০২৫

গাজার ক্যাথলিক গির্জায় হামলার পর যুদ্ধ বন্ধের আহ্বান পোপ লিওর

গাজা সিটির একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় সাধারণ মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “এই যুদ্ধের বর্বরতা এখনই বন্ধ হওয়া উচিত।”

গত বৃহস্পতিবার সকালে গাজার হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে এই হামলার ঘটনা ঘটে। এ সময় প্রায় ৬০০ মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন। হামলায় নিহত হন তিনজন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ছিলেন সাদ ইসা কস্তান্দি সালামেহ, ফুমিয়া ইসা লতিফ আয়াদ এবং নাজওয়া ইব্রাহিম লতিফ আবু দাউদ। আহতদের মধ্যে ছিলেন গির্জার পালক পুরোহিতও।

ভ্যাটিকান নিউজের বরাতে জানা গেছে, পোপ লিও নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং এই হামলাকে ‘গাজার বেসামরিক নাগরিক ও উপাসনালয়ের ওপর অব্যাহত সামরিক আঘাতেরই অংশ’ বলে আখ্যায়িত করেছেন।

রোববার ইতালির ক্যাসতেল গান্দোলফো শহরে অ্যাঞ্জেলুস প্রার্থনার পর দেওয়া বক্তব্যে পোপ বলেন, “এই সহিংসতা বন্ধে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে।” একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন তারা আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে।

তিনি বলেন, “বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, গণদণ্ডের ওপর নিষেধাজ্ঞা, অন্ধকারাচ্ছন্ন শক্তি প্রয়োগ না করা এবং জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন যে বাধ্যবাধকতা আরোপ করে, তা অবশ্যই মানা উচিত।”

গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবিক উদ্বেগ দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে পোপের বার্তা আরও একবার যুদ্ধবিরতির এবং মানবিকতার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি ফেরানোর তাগিদ দিলো।

 


সূত্র:https://tinyurl.com/27p29h5a

আফরোজা

×