
ছবি: সংগৃহীত।
গত মাসে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে পুনঃস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান দেশটির সেনাবাহিনীর অপারেশন প্রধান জেনারেল মাহমুদ মোসাভি।
গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের ওপর নজিরবিহীন বোমা হামলা চালায়, যার জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
এই সংঘাতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারবার সক্রিয় হয়ে ওঠে, এবং ইসরায়েলি হামলা ইরানের প্রতিরক্ষা কাঠামোয় বড় ধরনের আঘাত হানে।
জেনারেল মোসাভি বলেন, “জায়নিস্ট শত্রু ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করতে চেয়েছিল, এবং সেই যুদ্ধে আমাদের কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।” তিনি আরও জানান, “ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন পুনঃস্থাপন করা হয়েছে।”
উল্লেখ্য, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে দেশীয়ভাবে তৈরি বাভার-৩৭৩ ও খোরদাদ-১৫ সিস্টেম, যা ক্ষেপণাস্ত্র ও শত্রু বিমান প্রতিহত করতে সক্ষম। এছাড়া ২০১৬ সালে ইরান রাশিয়ার এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থাও স্থাপন করে।
সূত্র: এফপি
মিরাজ খান