ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শান্তি আলোচনায় আগ্রহী পুতিন, তবে ইউক্রেনকে মানতে হবে কয়েকটি শর্ত

প্রকাশিত: ১৯:২৩, ২০ জুলাই ২০২৫

শান্তি আলোচনায় আগ্রহী পুতিন, তবে ইউক্রেনকে মানতে হবে কয়েকটি শর্ত

ছবি:সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসতে প্রস্তুত আছেন, তবে রাশিয়ার নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনই মূল লক্ষ্য — জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রবিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পেসকভ বলেন, "প্রেসিডেন্ট পুতিন একাধিকবার বলেছেন, তিনি চান ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান যত দ্রুত সম্ভব হোক। তবে এটি একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া, এতে প্রচেষ্টা ও ধৈর্য প্রয়োজন।"

তিনি আরও বলেন, "আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের স্পষ্টভাবে নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করা। এই লক্ষ্যগুলোই রাশিয়ার মূলনীতি নির্ধারণ করে দিচ্ছে।"

এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে আগামী সপ্তাহে নতুন করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সেইসঙ্গে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছেন — এই সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হলে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

পেসকভ বলেন, “বিশ্ব এখন প্রেসিডেন্ট ট্রাম্পের মাঝে মাঝে কঠোর বক্তব্যের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। তবে তিনি রাশিয়া বিষয়ে এমন কিছু মন্তব্যও করেছেন যাতে বোঝা যায়, তিনি এখনো শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছেন।”

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার নতুন দ্বার উন্মোচিত হতে পারে, তবে তা নির্ভর করছে রাশিয়ার নির্ধারিত লক্ষ্য অর্জন এবং আন্তর্জাতিক চাপের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর।
 

 

মারিয়া

×