
ছবি: সংগৃহীত
শনিবার ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP)-এর সভাপতি ক্যাপ্টেন সিএস রন্ধাওয়া ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সকে তীব্রভাবে সমালোচনা করে বলেন, AI-171 বিমানের দুর্ঘটনা নিয়ে প্রকাশিত তাদের প্রতিবেদন বাস্তবতার ভিত্তিতে নয়, বরং গুজব নির্ভর।
উল্লেখ্য, এই দুর্ঘটনায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন। ভারতের এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)-এর প্রাথমিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সের প্রতিবেদন নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ক্যাপ্টেন রন্ধাওয়া ANI-কে বলেন, “ওয়াল স্ট্রিট জার্নাল জনগণকে ভুল পথে পরিচালিত করছে। তারা নিজেরা তদন্তকারী সংস্থা নয়, তবুও বিশ্বব্যাপী ভুল তথ্য ছড়াচ্ছে। যেসব বিষয় তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সেগুলো AAIB-এর প্রাথমিক প্রতিবেদনে নেই। তাহলে তারা কীভাবে এমন সিদ্ধান্তে পৌঁছায়?”
তিনি জানান, FIP এর পক্ষ থেকে দুই সংবাদমাধ্যমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং তাঁদের প্রকাশ্যে দুঃখপ্রকাশ করার দাবি জানানো হয়েছে।
রন্ধাওয়া বলেন, “আমরা এর তীব্র নিন্দা করছি এবং আইনি পদক্ষেপ নিয়েছি। আমরা বলেছি, কিভাবে আপনারা এমন মন্তব্য করলেন, যা AAIB-এর প্রাথমিক প্রতিবেদনে নেই? আপনারা কীভাবে পাইলটদের দায়ী করতে পারেন? আমরা এ নিয়ে ব্যাখ্যা চেয়েছি এবং গণমাধ্যমে একটি বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়েছি।” তিনি আরও যোগ করেন, “যদি তারা তা না করে, তাহলে আমরা পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেব।”
ফারুক