ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চেয়ে যা বললো জেলেনস্কি

প্রকাশিত: ১৮:৫১, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৫২, ২০ জুলাই ২০২৫

পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চেয়ে যা বললো জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার জানিয়েছেন, শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন একটি আলোচনার প্রস্তাব দিয়েছে।

এর আগে জুন মাসের শুরুতে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই দফা আলোচনা কোনো যুদ্ধবিরতির অগ্রগতি না এনে শুধুমাত্র বন্দি বিনিময় ও নিহত সেনাদের মরদেহ ফিরিয়ে দেওয়ার চুক্তিতেই সীমাবদ্ধ ছিল।

শনিবার সন্ধ্যার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, “জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রাসতেম উমেরভ রাশিয়ান পক্ষকে আগামী সপ্তাহের মধ্যে নতুন বৈঠকের প্রস্তাব দিয়েছেন।” তিনি আরও বলেন, “আলোচনার গতি বাড়াতে হবে।”

জেলেনস্কি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের ইচ্ছা প্রকাশ করে বলেন, “নেতৃত্ব পর্যায়ের একটি বৈঠক জরুরি, যাতে সত্যিকার অর্থে স্থায়ী শান্তির পথ নিশ্চিত করা যায়।”

সাবেক প্রতিরক্ষামন্ত্রী রাসতেম উমেরভ সম্প্রতি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর দায়িত্বের মধ্যে অন্যতম হলো stalled আলোচনায় গতি আনা।

এদিকে ডোনেৎস্ক অঞ্চলের পূর্ব ফ্রন্টে রাশিয়া ধীরে ধীরে তাদের আক্রমণ জোরদার করছে। যদিও মস্কো বারবার আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে, তবে এখনো তাদের যুদ্ধের কঠোর দাবিগুলো থেকে একচুলও সরেনি।

গত মাসে হওয়া আলোচনায় রাশিয়া ইউক্রেনের আরও ভূখণ্ড ছাড় দেওয়ার দাবি তোলে এবং সব ধরনের পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যান করার আহ্বান জানায়। কিয়েভ এসব শর্তকে "অগ্রহণযোগ্য" বলে প্রত্যাখ্যান করে এবং বলে যে, মস্কো যদি কোনো ছাড় না দেয় তাহলে আলোচনার মানেই বা কী?

তবে চলতি মাসে রাশিয়া জানায়, তারা আবারো আলোচনায় বসতে প্রস্তুত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মস্কোকে শান্তিচুক্তির জন্য ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।

এছাড়া, ট্রাম্প ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন, যা ন্যাটো মিত্রদের অর্থায়নে বাস্তবায়িত হবে—রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলার মুখে কিয়েভের শহরগুলোকে রক্ষার লক্ষ্যে। শনিবার রাশিয়ার হামলায় ইউক্রেনে আরও তিনজন নিহত হয়েছে।

ফারুক

×