ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মোড়: পুতিন-এরদোয়ানের ফোনালাপে যা বেরিয়ে এলো

প্রকাশিত: ১৮:৪১, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪১, ২০ জুলাই ২০২৫

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মোড়: পুতিন-এরদোয়ানের ফোনালাপে যা বেরিয়ে এলো

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান শুক্রবার এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সিরিয়ায় উত্তেজনা বৃদ্ধির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মধ্যে একটি টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনাবলি নিয়ে, বিশেষ করে সিরিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।”

উভয় নেতা সিরিয়ায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংলাপের মাধ্যমে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বহুধর্মীয় সিরিয় সমাজের সব প্রতিনিধির বৈধ অধিকারকে সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য জোরদারের মাধ্যমে পরিস্থিতি সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি, সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

ক্রেমলিন আরও জানায়, পুতিন রুশ-ইউক্রেন সংকট নিয়ে ইস্তাম্বুলে সরাসরি আলোচনার সুযোগ করে দিতে এরদোয়ানের সদিচ্ছার জন্য তাকে ধন্যবাদ জানান এবং সংকট সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক পথেই অটল থাকার রাশিয়ার মূল অবস্থান পুনর্ব্যক্ত করেন।

“দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন সমসাময়িক বিষয়ও আলোচনায় আসে। বিশেষ করে, ২৭ জুন অনুষ্ঠিত রুশ-তুর্কি আন্তঃসরকারি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিশনের বৈঠকের একটি ইতিবাচক মূল্যায়ন করা হয়। ভ্লাদিমির পুতিন ও রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আলোচিত সব বিষয়ে যোগাযোগ রক্ষা করার বিষয়ে একমত হন,”—বিবৃতিতে আরও বলা হয়েছে।

আবির

×