ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার নতুন হুঁশিয়ারি

প্রকাশিত: ১৭:৪৪, ২০ জুলাই ২০২৫

পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার নতুন হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

 রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়েছেন—নেটো বা ইউরোপের দেশগুলোতে রাশিয়ার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করে তোলে, তাহলে মস্কো জবাব দেবে এবং প্রয়োজনে আগাম হামলাও চালাতে পারে।

রুশ সংসদ দুমা’র সংবাদ সংস্থা ‘তাস’ মেদভেদেভের পুরো বক্তব্য প্রকাশ করেছে। তার মন্তব্য থেকে স্পষ্ট, ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে টানাপোড়েন তীব্রতর হয়েছে বলে মনে করছে রাশিয়া।

বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ থামাতে ৫০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া—এই ঘটনাকে রাশিয়া এক ধরনের বার্তা হিসেবে দেখছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মেদভেদেভের মতে, এই পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প দু’জনেই এই যুদ্ধকে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এক ধরনের ছায়া যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন এবং বারবার সতর্কবার্তা দিয়েছেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নেটো ও পশ্চিম ইউরোপের অনেক দেশ আশঙ্কা প্রকাশ করেছে যে, রাশিয়া হয়তো নেটো সদস্যদের উপর হামলা চালাতে পারে। কিন্তু মেদভেদেভ এই আশঙ্কাকে “সম্পূর্ণ অর্থহীন” বলে উড়িয়ে দিয়েছেন। বরং তিনি বলেছেন, পশ্চিমা নেতারাই উত্তেজনা বাড়াতে ইচ্ছাকৃতভাবে চেষ্টা করছেন।

তার ভাষায়—“অনেক পশ্চিমা দেশের রক্তেই বিশ্বাসঘাতকতা মিশে আছে। তারা এখনো নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে পূর্ণ ধারণা পোষণ করে।”

মেদভেদেভ আরও বলেন, রাশিয়া যে কোনো ধরনের পশ্চিমা উসকানির পূর্ণমাত্রায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তবে হামলা করার কোনো সদিচ্ছা রাশিয়ার নেই।

মেদভেদেভের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এটি মেদভেদেভের ব্যক্তিগত মতামত, তবে ইউরোপের বিরোধপূর্ণ পরিবেশ নিয়ে তার উদ্বেগ যৌক্তিক বলে মনে করে ক্রেমলিন।

পেসকভ আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তিতে না আনতে পারলে রাশিয়ার পণ্য আমদানিকারক সব দেশ ও পক্ষের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন—মেদভেদেভ এই মন্তব্যকেই বিশ্লেষণ করেছেন।

মেদভেদেভের কড়া বক্তব্যের আরেকটি কারণ হতে পারে, ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশ জার্মানির ইউক্রেনে মার্কিন তৈরি দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানো। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে বার্লিন তা সরবরাহ করেছে কিয়েভকে, যা রাশিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সহজেই হামলা চালাতে সক্ষম।

রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে ইউক্রেনকে একটি সামরিক প্ল্যাটফর্মে পরিণত করেছে এবং তারা ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে একটি ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

শেখ ফরিদ 

×