ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সুন্দরীর প্রেমে সর্বস্ব খোয়ালেন যিনি

প্রকাশিত: ১৪:৪৭, ২০ জুলাই ২০২৫

সুন্দরীর প্রেমে সর্বস্ব খোয়ালেন যিনি

সোফি ভুজেলো

সোফি ভুজেলোর সঙ্গে প্রেম করেন। এটাই জানতেন তিনি। আর এমন বিশ্বাস থেকে এক ৭৬ বছর বয়সী বেলজিয়ান নাগরিক প্রতারকদের কাছে পাঠিয়ে দিলেন ৩০ হাজার ইউরো! শুধু তাই নয়, প্রায় ৭৬০ কিলোমিটার ভ্রমণ করে তিনি হাজির হলেন সোফির বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা।

বেলজিয়ান নাগরিক মিশেল দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে কথা বলছিলেন এক ব্যক্তির সঙ্গে, যিনি নিজেকে পরিচয় দিচ্ছিলেন সোফি ভুজেলো হিসেবে—২০০৭ সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার-আপ। মিশেল বিশ্বাস করছিলেন, এটাই তার ভবিষ্যৎ স্ত্রী। সেই বিশ্বাসে তিনি জুলাই মাসে প্যারিস থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে, সেন্ট-জুলিয়ান এলাকায় সোফির বাড়িতে পৌঁছে যান।

কিন্তু দরজা খুলে দাঁড়ালেন সোফির স্বামী ফ্যাবিয়েন! মিশেল জানান, তিনি ৩০ হাজার ইউরো পাঠিয়েছেন প্রতারকদের। এসময় তিনি বলেন, “আমি একজন নির্বোধ।” সোফির স্বামী পুরো ঘটনাটি ভিডিও করে অনলাইনে শেয়ার করলে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সোফি ও ফ্যাবিয়েন মিশেলকে বোঝাচ্ছেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং তাকে পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন।

মিশেল আদৌ পুলিশের কাছে অভিযোগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি

তাসমিম

×