ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৫০০ মাইল গিয়ে ভবিষ্যৎ স্ত্রীর বদলে দেখলেন তার স্বামীকে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১১:২৪, ২০ জুলাই ২০২৫

৫০০ মাইল গিয়ে ভবিষ্যৎ স্ত্রীর বদলে দেখলেন তার স্বামীকে!

ছবি: সংগৃহীত

প্রেমের স্বপ্নে বিভোর হয়ে বেলজিয়ামের এক ব্যক্তি প্রায় ৫০০ মাইল গাড়ি চালিয়ে পৌঁছে গেলেন ফ্রান্সের এক সুপারমডেলের বাড়িতে। ভাবলেন, এবার হয়তো তাদের বাস্তব মিলনের সময় এসেছে। কিন্তু দরজায় কড়া নাড়তেই বাস্তবতা যেন বজ্রাঘাতের মতো নেমে এলো। কারণ, সেখানে দাঁড়িয়ে ছিলেন সেই ‘ভবিষ্যৎ স্ত্রী’ না, বরং তার আসল স্বামী!

ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, ওই ব্যক্তির নাম মিশেল (Michel)। তার ধারণা ছিল যে তিনি ফ্রেঞ্চ মডেল সোফি ভুজেলো (Sophie Vouzelaud)-এর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন এবং তিনিই তার ভবিষ্যৎ জীবনসঙ্গী। এই বিশ্বাসে ৪৭২ মাইল পথ পাড়ি দিয়ে তিনি সরাসরি চলে যান সোফির বাড়িতে। 

কিন্তু বাড়ির দরজায় তাকে অভ্যর্থনা জানালেন সোফির ৩৮ বছর বয়সী স্বামী ফ্যাবিয়েন বুতামিন (Fabien Boutamine)। তিনিই মোবাইল ফোনে এই পুরো অদ্ভুত ঘটনাটি ভিডিও করে রাখেন এবং ইনস্টাগ্রামে শেয়ার করেন।

“আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি, কারণ একজন লোক এসে আমার ডোরবেল বাজিয়ে বলছে, ‘আমি সোফির ভবিষ্যৎ স্বামী’। অথচ আমি তো বর্তমান স্বামী! এখন একটা মুখোমুখি সংঘর্ষ হবে।”

এই মুহূর্তে মিশেল বেশ দৃঢ়ভাবে বিশ্বাস করছিলেন যে সোফি তাকে ভালোবাসেন, এবং তারা শিগগিরই একসাথে জীবন শুরু করবেন। বাস্তবতা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেও, মিশেল কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না।

সোফি পরে ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে ফরাসিতে লেখেন, “আমি এই লোকটির জন্য খুব খারাপ লাগছে… ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান থাকুন। এই ভিডিওটা শেয়ার করছি যেন সবাই সচেতন হন। নিজেদের যত্ন নিন।”

পরে মিশেল স্বীকার করেন, “আমার মনে হচ্ছে কেউ আমাকে খারাপভাবে ধোঁকা দিয়েছে।” ফ্যাবিয়েন বলেন, “আমার স্ত্রী না, এটা ভুয়া অ্যাকাউন্টের কাজ। সাবধান হওয়া জরুরি।”

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, মিশেল এই প্রতারণার শিকার হয়ে প্রায় ৩৫ হাজার ডলার পাঠিয়েছেন সেই ভুয়া সোফিকে, যিনি নিজেকে মিস লিমুজিন ও ২০০৭ সালের মিস ফ্রান্সের প্রথম রানারআপ দাবি করেছিলেন।

এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ফেক প্রোফাইলের বিষয়ে নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে।

মুমু ২

×