ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানে তিন সন্তানকে হত্যা, তবু স্ত্রীকে ক্ষমা করে দিলেন স্বামী

প্রকাশিত: ০৪:১৮, ২০ জুলাই ২০২৫

পাকিস্তানে তিন সন্তানকে হত্যা, তবু স্ত্রীকে ক্ষমা করে দিলেন স্বামী

ছবি: প্রতীকী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সন্তানদের দুধের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন নিহত তিন শিশুর বাবা। ঘটনার ২৩ দিন পর গত বুধবার (১৬ জুলাই) তিনি আদালতে একটি আপসনামা দাখিল করেন।

শিশুদের বাবা সেলিম মাসীহ এর আগে তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন। তবে এখন তিনি আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ক্ষমা করেছেন এবং আদালতে লিখিত আপসনামা দাখিল করেছেন।

অভিযোগ অনুযায়ী, স্ত্রী জোনায়রা বিবি স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে দুধে বিষ মিশিয়ে নিজের তিন সন্তানকে হত্যা করেন। নিহতরা হলেন—৮ মাস বয়সী কন্যাশিশু মারসিয়া, ২ বছর ৬ মাস বয়সী ছেলে নোয়েল এবং ৪ বছর বয়সী মেয়ে মানসা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিশুরা মায়ের সামনেই মৃত্যুযন্ত্রণা ভোগ করে মারা যায়।

গত ২৪ জুন সেলিম মাসীহ তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে জোনায়রা আদিয়ালা কারাগারে আটক ছিলেন। তবে পরবর্তীতে স্বামী-স্ত্রীর মধ্যে আপস হয়।

মামলার বাদী সেলিম আদালতে একটি নোটারি করা হলফনামা এবং লিখিত আপসনামা জমা দেন। এতে তিনি স্ত্রীকে সন্তানদের মৃত্যুর জন্য ক্ষমা করে দিয়েছেন বলে উল্লেখ করেন এবং মামলাটি আর চালিয়ে নিতে চান না বলেও জানান।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামস হোসেইন শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য ১৯ জুলাই তারিখ ধার্য করেছেন।

আদালতে দুই পক্ষের আইনজীবীরাও আপসনামার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদী পক্ষ আর বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে আগ্রহী নয়।

সেলিম মাসীহ আদালতে বলেন, তিনি পেশায় একজন স্যানিটারি কর্মী। স্ত্রীকে ক্ষমা করার সিদ্ধান্তটি তিনি নিয়েছেন পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ এবং স্থানীয় জিরগার সিদ্ধান্ত অনুযায়ী।

 

সূত্র: https://tribune.com.pk/story/2556275/man-pardons-wife-over-kids-murder

রাকিব

×