
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে পাচার হওয়া রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস অরেলিয়াসের একটি বিরল ব্রোঞ্জের মূর্তি ৬৫ বছর পর অবশেষে তুরস্কে ফিরেছে। শনিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে তুরস্ক সরকার জানায়, দক্ষিণ-পশ্চিম তুরস্কের প্রাচীন নগর বুবন থেকে ২০ শতকের ষাটের দশকে অবৈধভাবে পাচার হওয়া মূর্তিটি যুক্তরাষ্ট্রের মাটি থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত এরসয় এক বিবৃতিতে বলেন, ‘এটি ছিল একটি দীর্ঘ সংগ্রাম। আমরা বিশ্বাস করি, আমরা সঠিক পথে ছিলাম, আর তাই ধৈর্য ও প্রতিজ্ঞার মাধ্যমে সফল হয়েছি।’ তিনি জানান, বহু বছরের গবেষণা, দলিল-প্রমাণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সাক্ষ্য–সব কিছু মিলিয়ে মূর্তিটির মালিকানা তুরস্কের বলে প্রমাণিত হয়।
এ কাজে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন ইউনিট। মন্ত্রী এরসয় বলেন, ‘এটি কেবল একটি মূর্তি ফেরত আনা নয়, বরং ইতিহাস, ন্যায়বিচার ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার একটি অনন্য নজির।’
মাথাবিহীন অবস্থায় থাকা মূর্তিটি ক্লিভল্যান্ড আর্ট মিউজিয়ামে ২০২৪ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রদর্শিত হয়। শিগগিরই এটি আংকারার একটি বিশেষ প্রদর্শনীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন তুরস্কের সাংস্কৃতিক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই পাচার হওয়া সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে তুরস্ক। মার্কাস অরেলিয়াসের মূর্তি পুনরুদ্ধারকে দেশটি তার সাংস্কৃতিক জয়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে।
সূত্র: https://www.dailysabah.com/world/americas/us-did-not-support-recent-israeli-strikes-on-syria-state-dept
রাকিব