ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মিথ্যা গর্ভধারণ দেখিয়ে যুক্তরাজ্যে আনা হলো নবজাতক, ডিএনএ পরীক্ষায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: ০৩:২৫, ২০ জুলাই ২০২৫; আপডেট: ০৩:২৬, ২০ জুলাই ২০২৫

মিথ্যা গর্ভধারণ দেখিয়ে যুক্তরাজ্যে আনা হলো নবজাতক, ডিএনএ পরীক্ষায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য

ছবি: প্রতীকী

গর্ভধারণের নাটক সাজিয়ে নাইজেরিয়া থেকে একটি নবজাতক শিশু নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ডিএনএ পরীক্ষায় বেরিয়ে আসে, শিশুটির সঙ্গে তার কোনো জেনেটিক সম্পর্কই নেই।

ঘটনাটি ঘটে গত গ্রীষ্মে গ্যাটউইক আন্তর্জাতিক বিমানবন্দরে। গ্রেপ্তারকৃত নারীকে বিবিসির প্রতিবেদনে ‘সুসান’ ছদ্মনামে পরিচয় দেওয়া হয়েছে, যিনি যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারে স্বামী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন। দেশ ত্যাগের আগে তিনি তার পারিবারিক চিকিৎসককে জানান যে, তিনি গর্ভবতী। কিন্তু পরে জানা যায়, সেটি ছিল সম্পূর্ণ ভুয়া তথ্য।

সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানে জানা যায়, তিনি গর্ভাবস্থার মিথ্যা গল্প বানিয়ে আফ্রিকায় যান এবং ফেরার সময় নবজাতকসহ যুক্তরাজ্যে প্রবেশ করেন। এরপর সন্দেহ হলে তাকে শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী তদন্তে শিশুটির নাম ‘এলেনর’ হিসেবে উল্লেখ করা হয়। ডিএনএ পরীক্ষায় দেখা যায়, শিশুটির সঙ্গে সুসান (ছদ্মনাম) ও তার স্বামীর কারও কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়বার পরীক্ষা করেও ফল একই আসে। এরপর সুসান দাবি করেন, তিনি নাইজেরিয়াতে আইভিএফ পদ্ধতিতে একজন দাতার শুক্রাণু দিয়ে গর্ভধারণ করেছিলেন। এই দাবি প্রমাণ করতে ক্লিনিকের কাগজপত্র ও ভিডিওও জমা দেন, যদিও এসব তথ্য তেমন গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে বিবেচিত হয়নি।

এ নিয়ে লিডস পারিবারিক আদালত সমাজকর্মী হেনরিয়েটা ককারকে নিয়োগ দেয়। তার পর্যবেক্ষণে জানা যায়, করোনা-পরবর্তী সময়ে আফ্রিকা থেকে শিশুবাণিজ্যের ঘটনা বেড়েছে। অনেক ‘বেবি ফ্যাক্টরি’ কিংবা তথাকথিত ক্লিনিক এখন টাকার বিনিময়ে সন্তান সরবরাহের চক্র চালাচ্ছে।

তিনি জানান, এসব ক্ষেত্রে ২ হাজার থেকে ৮ হাজার পাউন্ড খরচে একটি ‘প্যাকেজ’ দেওয়া হয়, যার মধ্যে নবজাতকের জন্মনিবন্ধন থেকে বিদেশে পাঠানোর কাগজপত্র তৈরি পর্যন্ত সবকিছু থাকে।

এমন চক্র রুখতে যুক্তরাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে। এক সরকারি মুখপাত্র জানান, ‘ভুয়া পরিচয়ে যারা শিশুকে যুক্তরাজ্যে আনার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তবে এ বিষয়ে নাইজেরিয়ার হাইকমিশন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

সূত্র: বিবিসি।

রাকিব

×