
ছবি: সংগৃহীত
ভয়াবহ নৌকাডুবির ঘটনায় শোকাচ্ছন্ন ভিয়েতনাম। দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন এক ডজনেরও বেশি যাত্রী।
শনিবার হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, নৌকাটিতে ৪৮ জন যাত্রীসহ মোট ৫৩ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন পারিবারিক ভ্রমণে আসা।
স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস জানিয়েছে, যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে ছুটি কাটাতে হা লং বেতে গিয়েছিলেন। ওই নৌকায় থাকা পরিবারগুলোর সঙ্গে ২০ জনের বেশি শিশুও ছিল।
নৌকাডুবির পর এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের সন্ধানে রাতেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, হা লং বে উত্তর-পূর্ব ভিয়েতনামের একটি উপকূলীয় এলাকা। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায়ও স্থান পেয়েছে এই উপকূল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে। বজ্রসহ ঝড় ও প্রবল বৃষ্টিপাত শুরু হয়। স্থানীয় বাসিন্দা ত্রান ত্রং হুং বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দুপুর দুইটার দিকে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এরপর শুরু হয় শিলা বৃষ্টি। বাতাসে দুলছিল চারপাশ।’
শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলের হ্যানয়, থাই গুয়েন ও বাক নিন প্রদেশেও প্রবল বৃষ্টিপাত হয়। ঝড়ে রাজধানী হ্যানয়ের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার খবরও পাওয়া গেছে।
এর আগে টানা তিন দিন উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছিল দেশজুড়ে। কোথাও কোথাও তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়।
রাকিব