
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে তিনি বলেন, “পাঁচটা, চারটা বা পাঁচটা... কিন্তু আমার মনে হয় পাঁচটি বিমান গুলি করে নামানো হয়েছে।” তবে তিনি উল্লেখ করেননি কোন দেশের বিমান ভূপাতিত হয়েছে।
ট্রাম্পের এই বক্তব্য ফের আলোচনায় এনেছে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে। ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এই অভিযান চালায়।
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের তিনটি রাফাল ভূপাতিত করেছে ও ভারতীয় পাইলটদের আটক করেছে। ভারত বলেছে, কোনো রাফাল হারায়নি এবং সব পাইলট নিরাপদে ফিরেছেন।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে। তবে ভারত তা অস্বীকার করেছে এবং বলেছে, সংকট মিটেছে দ্বিপাক্ষিকভাবে।
আবির