
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ওয়েস্টবেরিতে একটি এমআরআই সেন্টারে ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা। ৬১ বছর বয়সী এক ব্যক্তি গলায় ধাতব চেইন পরে একটি এমআরআই কক্ষে প্রবেশ করার পর চুম্বকীয় আকর্ষণে সরাসরি মেশিনে টেনে নেওয়া হয় তাকে। এ ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনাটি ঘটে বুধবার (১৬ জুলাই) দুপুরে, নাসাউ ওপেন এমআরআই সেন্টারে। পুলিশ জানিয়েছে, এমআরআই মেশিনে স্ক্যান চলার সময় ওই ব্যক্তি কক্ষে প্রবেশ করলে তার গলার ভারী চেইনটি মেশিনের শক্তিশালী চৌম্বকীয় আকর্ষণে সঙ্গে সঙ্গে টেনে নেয়। এতে তার শরীরও তীব্র গতিতে মেশিনের দিকে ছুটে যায়, এবং মুহূর্তেই ঘটে “মেডিক্যাল এপিসোড”।
নাসাউ কাউন্টি পুলিশ জানায়, প্রাথমিকভাবে তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল এবং তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তার নাম প্রকাশ করা হয়নি এবং সর্বশেষ শারীরিক অবস্থার হালনাগাদ পাওয়া যায়নি।
এমআরআই মেশিনগুলো প্রচণ্ড শক্তিশালী চৌম্বক ব্যবহার করে, যা লোহার বা চুম্বক-আকর্ষণযোগ্য ধাতব বস্তুর ওপর তীব্র টান সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল ইমেজিং অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং জানিয়েছে, এই মেশিনের আকর্ষণশক্তি এতটাই তীব্র যে একটি হুইলচেয়ারও কক্ষজুড়ে ছুঁড়ে ফেলতে পারে।
এ ধরনের দুর্ঘটনা রোধে সবসময় কক্ষের বাইরে সাবধানতা অবলম্বন করা ও ধাতব বস্তু সম্পূর্ণরূপে খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়ে থাকে। তবে কীভাবে ওই ব্যক্তি নিরাপত্তাবিধি অমান্য করে এমআরআই কক্ষে প্রবেশ করলেন, তা তদন্তাধীন রয়েছে।
নাসাউ ওপেন এমআরআই কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
মুমু ২