
ছবিঃ সংগৃহীত
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি শুক্রবার সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের অর্থনৈতিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, তাহলে তা শুধু এই অঞ্চলের নয়, বরং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের স্থিতিশীলতার ওপরও ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, এমন হামলা গোটা বিশ্বে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে আনতে পারে এবং এর ফল হতে পারে ব্যাপক রাজনৈতিক ও মানবিক সংকট।
এই মন্তব্য তিনি দেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক টেলিফোন আলাপে। শেখ মোহাম্মদ কাতারের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
বিশ্ববাজারে জ্বালানির বড় এক রপ্তানিকারক হিসেবে কাতার এ ধরনের উত্তেজনা থেকে উদ্ভূত সম্ভাব্য সংকট নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
তথ্যসূত্রঃ রয়টার্স
মারিয়া