ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না—কঠোর বার্তা জার্মানির

প্রকাশিত: ০৯:৩৮, ১৬ জুন ২০২৫

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না—কঠোর বার্তা জার্মানির

ছবি: সংগৃহীত।

চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে ইরানকে নিয়ে তীব্র সতর্কবার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেছেন, "ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে—এটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।"

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, জার্মান চ্যান্সেলর এই মন্তব্য করেন ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে টেলিফোনে আলাপের সময়। তিনি জানান, ইরানের পরমাণু কর্মসূচি রোধে এতদিনের কূটনৈতিক প্রচেষ্টা কার্যকর হয়নি বলেই মনে করছেন তিনি।

চ্যান্সেলর মের্জ জোর দিয়ে বলেন, “ইরান যদি পারমাণবিক ক্ষমতা অর্জন করে, তা শুধু মধ্যপ্রাচ্য নয়—পুরো বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আমাদের এখনই কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ফোনালাপে দুই নেতা ইসরায়েল-ইরান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। তারা একমত হন—এই উত্তেজনা যেন আরও বিস্তৃত হয়ে পূর্ণমাত্রার যুদ্ধের দিকে না যায়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জার্মান চ্যান্সেলরের দপ্তর থেকে জানানো হয়, ইসরায়েল ইতোমধ্যেই জরুরি সহায়তা হিসেবে দমকল সরঞ্জাম চেয়েছে এবং জার্মানি তা সরবরাহে প্রস্তুত।

চ্যান্সেলর আরও বলেন, “ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে। তবে আমরা চাই, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেন না চলে যায়। ইরানকে অবশ্যই ইসরায়েলি জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে।”

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য মূলত পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামো। এতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

নুসরাত

×