ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

বোমাতঙ্কে ভারতের হায়দারাবাদগামী ফ্লাইট ফিরে গেল জার্মানির ফ্রাঙ্কফুর্টে!

প্রকাশিত: ০৯:৩৩, ১৬ জুন ২০২৫; আপডেট: ০৯:৩৫, ১৬ জুন ২০২৫

বোমাতঙ্কে ভারতের হায়দারাবাদগামী ফ্লাইট ফিরে গেল জার্মানির ফ্রাঙ্কফুর্টে!

ছ‌বি: সংগৃহীত

ভারতের হায়দারাবাদগামী লুফথানসার একটি বিমান মাঝ আকাশ থেকে ঘুরে ফিরে গেছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। হায়দারাবাদ বিমানবন্দরের এক কর্মকর্তার বরাতে ANI জানিয়েছে, বিমানটিতে বোমা থাকার হুমকি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মকর্তাটি বলেন, “বিমানটি তখনও ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি। সেই সময়েই বোমাতঙ্কের খবর পাওয়া যায়। ফলে বিমানটি আবার ফ্রাঙ্কফুর্টে ফিরে যায়।”

এর আগে লুফথানসার এক মুখপাত্র জানান, হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় বিমানটি ফিরে যেতে বাধ্য হয়।

লুফথানসার ফ্লাইট LH752 জার্মান সময় রবিবার দুপুর ২টা ১৪ মিনিটে (ভারতীয় সময় বিকেল ৫টা ৪৪ মিনিটে) ফ্রাঙ্কফুর্ট থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটি সোমবার ভোরে হায়দারাবাদে পৌঁছানোর কথা ছিল। তবে মাঝ আকাশে থাকা অবস্থায় হঠাৎ দিক পরিবর্তন করে ফ্রাঙ্কফুর্টে ফিরে যায়।

পিটিআইকে দেওয়া এক যাত্রীর বিবৃতিতে জানা গেছে, “উড়োজাহাজটি হাওয়ায় প্রায় দুই ঘণ্টা থাকার পর আমাদের জানানো হয় যে আমরা ফ্রাঙ্কফুর্টেই ফিরে যাব। পরে বিমানবন্দরে আমাদের রাতের থাকার ব্যবস্থা করা হয়। জানানো হয়েছে, পরদিন সকাল ১০টায় (ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে) একই ফ্লাইটে আবার যাত্রা শুরু হবে।”

লুফথানসার ওয়েবসাইটে লাইভ ট্র্যাকার অনুযায়ী, ফ্লাইট LH752 স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে (ভারতীয় সময় রাত ৯টা) ফ্রাঙ্কফুর্টে অবতরণ করে। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের।

উল্লেখ্য, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সম্প্রতি ভারতের বিমান সংক্রান্ত আলোচনায় এসেছে। কারণ গত সপ্তাহে আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় এই মডেলের উড়োজাহাজ ক্র্যাশ করেছিল। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনই নিহত হন। মাটিতে থাকা মানুষসহ মোট ২৭৪ জন প্রাণ হারান। বিমানটি লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে যাচ্ছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এম.কে.

×