ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

৫ হাজার মাইল দূর থেকে সফল রোবোটিক অস্ত্রোপচার, ইতিহাস গড়লেন চীনের সার্জন!

প্রকাশিত: ০৮:৩৯, ১৬ জুন ২০২৫; আপডেট: ০৮:৪০, ১৬ জুন ২০২৫

৫ হাজার মাইল দূর থেকে সফল রোবোটিক অস্ত্রোপচার, ইতিহাস গড়লেন চীনের সার্জন!

ছ‌বি: সংগৃহীত

সুদূর ইতালির রোমে বসে চীনের বেইজিংয়ে একজন রোগীর ওপর সফল অস্ত্রোপচার করেছেন এক সার্জন— যা চিকিৎসা বিজ্ঞানে নতুন এক ইতিহাস গড়েছে।

সম্প্রতি চীনের একটি চিকিৎসক দল বিশ্বের প্রথম লাইভ ট্রান্সকন্টিনেন্টাল (মহাদেশ অতিক্রমকারী) রোবোটিক প্রোস্টেট অস্ত্রোপচারে সফলতা পেয়েছে। এই অস্ত্রোপচারে রোমে থাকা সার্জন ডা. ঝাং শু বেইজিংয়ে থাকা রোগীর শরীরে অস্ত্রোপচার চালান। রোবোটিক যন্ত্র নিয়ন্ত্রণে তিনি ব্যবহার করেন উচ্চগতির ৫জি এবং ফাইবার-অপটিক নেটওয়ার্ক। এতে মাত্র ১৩৫ মিলিসেকেন্ড দেরিতে সাড়া পাওয়া গেছে, যা বাস্তব সময়ে অস্ত্রোপচারের মতোই কার্যকর।

অস্ত্রোপচারটি চীনের PLA জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় এবং এটি সরাসরি সম্প্রচার করা হয় একটি আন্তর্জাতিক মেডিকেল সম্মেলনে। সফলভাবে রোগীর শরীর থেকে ক্যানসার আক্রান্ত অংশ অপসারণ করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই মাইলফলক চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব। এই প্রযুক্তি এখন শুধু বড় শহরেই নয়, বরং দূরবর্তী, অবহেলিত বা যুদ্ধবিধ্বস্ত এলাকাতেও উন্নত চিকিৎসা পৌঁছে দিতে পারবে। এর ফলে বিশ্বজুড়ে রোগীরা আরও সহজে ও দ্রুত উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এম.কে.

×