ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সীমান্তে ৪৪টি ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রকাশিত: ০৭:৫৫, ১৬ জুন ২০২৫

সীমান্তে ৪৪টি ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

ইরানের সীমান্তবর্তী এলাকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর পাঠানো ৪৪টি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বর্ডার গার্ডস। দেশটির সীমান্তরক্ষীদের তৎপরতায় এসব নজরদারি ড্রোন সীমান্ত অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়েছে।

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদারজি এ তথ্য জানিয়ে বলেন, ‘আমাদের সাহসী সীমান্তরক্ষীরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং ৪৪টি ড্রোন ও কোয়াডকপ্টারকে সীমান্তে অনুপ্রবেশ করতে না দিয়ে ধ্বংস করেছে।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী, সশস্ত্র চক্র কিংবা চোরাকারবারি—যেই হোক না কেন, সীমান্ত নিরাপত্তার প্রতি হুমকি দিলে কঠোর জবাব দেওয়া হবে। আমাদের বাহিনী পুরো সীমান্তজুড়ে নজরদারিতে রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত।’

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে ইসরায়েল হঠাৎ করেই ইরানি ভূখণ্ডে হামলা শুরু করে। তেহরানসহ আশপাশের আবাসিক এলাকাগুলোতে চালানো এই আগ্রাসনে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা টার্গেটেড হামলায় নিহত হন। বেসামরিক মানুষের প্রাণহানিও ঘটে।

এর জবাবে ইরান তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ ইসরায়েলের অভ্যন্তরে একাধিক স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এই পাল্টা হামলা এখনও অব্যাহত রয়েছে, এবং ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির সীমান্ত ও সার্বভৌমত্বে যেকোনো আঘাতের কঠিন জবাব দেওয়া হবে।

 

সূত্র: ইরনা।

 

রাকিব

×