ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনি সাংবাদিক হত্যাকে আবারও ‘হামাস সন্ত্রাসী’ আখ্যা দিল ইসরায়েল

প্রকাশিত: ০৪:২৫, ১৪ মে ২০২৫

ফিলিস্তিনি সাংবাদিক হত্যাকে আবারও ‘হামাস সন্ত্রাসী’ আখ্যা দিল ইসরায়েল

ছবি আলজাজিরা

গাজায় লক্ষ্যভিত্তিক হামলায় নিহত সাংবাদিক হাসান এসলাইহকে আবারও ‘হামাসের মূল সন্ত্রাসী’ বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এসলাইহ সাংবাদিক ও গণমাধ্যম সংস্থার মালিকের ছদ্মবেশে কাজ করলেও, তিনি মূলত খান ইউনিস ব্রিগেডের সক্রিয় হামাস যোদ্ধা ছিলেন।

এসলাইহ ‘আলআম২৪ নিউজ এজেন্সি’র পরিচালক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা একজন ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন। ইসরায়েল দাবি করেছে, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার সময় একটি ছবি পোস্ট করেন, যেখানে একটি ইসরায়েলি ট্যাঙ্ক পোড়ানো হচ্ছে – এটিকে তাদের দাবির ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। তবে এসব দাবির পক্ষে সেনাবাহিনী কোনো স্বাধীন প্রমাণ উপস্থাপন করেনি।

উল্লেখ্য, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ২১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা সাংবাদিক হত্যার ক্ষেত্রে এক নজিরবিহীন রেকর্ড। একই সময়ে ইসরায়েলি আক্রমণে প্রাণ হারিয়েছেন ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করার দাবি জানিয়ে আসছে। তবে ইসরায়েল এসব দাবি প্রত্যাখ্যান করে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর যুক্তি দেখিয়ে আসছে।

সূত্র: আল-জাজিরা

এসএফ 

আরো পড়ুন  

×