ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়ে সতর্ক করল হুথিরা

প্রকাশিত: ০৩:১৬, ১৪ মে ২০২৫

বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়ে সতর্ক করল হুথিরা

ছবি আলজাজিরা

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। একটি টেলিভিশন বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই হামলা “নেভিগেশনে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার” প্রতীক।

সারি বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর প্রতি আমরা সতর্কবার্তা দিয়েছি—বেন গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলতে হবে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভূপাতিত করা হলেও সেটি সাইরেন বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আরেকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগেই পতিত হয় বলে জানানো হয়েছে, তবে এ বিষয়ে হুথিরা কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, চলতি মাসেই হুথিরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায়, যেখানে তারা রেড সাগরে জাহাজে হামলা বন্ধের বিনিময়ে যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রতিদিনকার বিমান হামলা বন্ধ করবে বলে জানায়।

তবে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুথিরা এখনও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

এসএফ

আরো পড়ুন  

×