
ছবি: সংগৃহীত
সুইডেনের পশ্চিমাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে, যা নর্ডিক দেশের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী হামলা।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ওরেব্রো শহরের একটি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রে গুলি চালানো হয়। প্রাথমিকভাবে পুলিশ জানায়, অন্তত পাঁচজনকে গুলি করা হয়েছে।
কয়েক ঘণ্টা পর আপডেটে, পুলিশ জানায় যে রিসবার্গস্কা স্কুলে হামলায় প্রায় ১০ জন নিহত হয়েছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় পুলিশ প্রধান রবার্তো ঈদ ফরেস্ট সাংবাদিকদের জানান "আমরা জানি যে আজ এখানে প্রায় ১০ জন নিহত হয়েছে। বর্তমানে আরও নির্দিষ্ট সংখ্যা জানাতে পারছি না, কারণ ঘটনাটির পরিসর খুব বড়,"
একজন হাসপাতালের মুখপাত্র জানান, ওরেব্রো ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি পাঁচজন রোগীর মধ্যে একজনের আঘাত সামান্য ছিল, আর চারজনের অস্ত্রোপচার করা হয়। তাদের মধ্যে দুইজন অস্ত্রোপচারের পর স্থিতিশীল অবস্থায় রয়েছে, তবে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, হামলাকারী নিহতদের মধ্যেই একজন বলে ধারণা করা হচ্ছে। তারা জানিয়েছে, আরও কোনো হামলার আশঙ্কা নেই এবং এই ঘটনার সঙ্গে "সন্ত্রাসবাদের" কোনো সংযোগের সন্দেহ নেই।
সূত্র:আল জাজিরা
সাজিদ