ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

আসাদ পতনের পর সিরিয়ায় ৩০০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশিত: ২১:৩৩, ১০ ডিসেম্বর ২০২৪

আসাদ পতনের পর সিরিয়ায় ৩০০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর রাজধানী দামেস্কসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ৩০০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল- জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী দামেস্কসহ  সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোতে এসব হামলা চালানোর ফলে নতুন প্রশাসনের জন্য দায়িত্ব পালন কঠিন হয়ে দাড়িয়েছে। ইসরায়েলি বাহিনী সিরিয়ার সরকারি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে। আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়ার-নিয়ন্ত্রিত এলাকা দখলে নিয়েছে ইজরায়েলি বাহিনী।

ইসরায়েরের নিরাপত্তা বাহিনীর বরাতে স্থানীয় গণমাধ্যমগ্ুলো জানায়, চলমান সিরিয়া হামলা দেশের বিমান বাহিনীর 'ইতিহাসের সবচেয়ে বড় পরিসরের অভিযানগুলোর একটি।

সাইদুর

×