ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডসহ দেশটির অনেকগুলো সংবাদমাধ্যম।
কর্মকর্তাদের মতে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে বোমা হামলার পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে দুইজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকির বার্তা পাওয়ার পরে ভারতীয় নয়া সংহতি আইনের ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমির এলাকা বলে নিশ্চিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হত্যার বার্তা পাঠানো ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা অতিরিক্ত মদ্যপ অবস্থায় এ কাজ করেছেন।
তাসমিম