ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

যুদ্ধবিরতি আলোচনায় রাজি নেতানিয়াহু

গাজায় ইসরাইলি বর্বরতা চলছেই

প্রকাশিত: ২৩:০৮, ৯ আগস্ট ২০২৪

যুদ্ধবিরতি আলোচনায় রাজি নেতানিয়াহু

.

এবার গাজা যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে ইসরাইল১৫ আগস্ট থেকে এ আলোচনা শুরু হবেযুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের মধ্যস্থতাকারীদের দাবির প্রেক্ষিতে তেলআবিব সম্মত হয়শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এ খবর দেওয়া হয়

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের প্রস্তাবের পর ইসরাইল যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে ১৫ আগস্ট একটি প্রতিনিধি দল পাঠাবেযুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিষয় আলোচনা করতে সম্মত হওয়ার পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করলযুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের নেতারা বৃহস্পতিবার ইসরাইল ও হামাসকে পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানায়যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মতপার্থক্য কাটিয়ে উঠতে আগামী সপ্তাহে হয় দোহা বা কায়রোয় এই বৈঠক অনুষ্ঠিত হবেকাতারের আমির, যুক্তরাষ্ট্র ও মিসরের প্রেসিডেন্ট স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, একটি ফ্রেমওয়ার্ক চুক্তি এখন টেবিলে, শুধু বিশদ বিবরণসহ এটির বাস্তবায়নসম্পন্ন করা বাকি রয়েছেযুদ্ধবিরতির আলোচনা শুরুর মধ্যেই গাজা ভূখ-ে হামলা অব্যাহত রয়েছে

বৃহস্পতিবারও উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইলি সৈন্যরাএতে অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হনএতে করে বিধ্বস্ত এই ভূখ-ের নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩৯ হাজার ৭০০ জনেএ ছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনিখবর এএফপি, বিবিসি ও আলজাজিরা অনলাইনের

বিশ্ব সম্প্রদায়ের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবির পরও ইসরাইল অবরুদ্ধ গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছেএ বিষয়ে জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ‘গাজায় যুদ্ধের সব নিয়ম ভঙ্গ করা হয়েছে

৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশী নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাসএকই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইলগাজার প্রায় সব স্থানেই হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনীবাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের শেষ আশ্রয়ও তারা গুঁড়িয়ে দিচ্ছে। 

গাজার যেসব স্থান নিরাপদ বলে ঘোষণা দেওয়া হয়েছিল সেগুলো আক্রান্ত হচ্ছেফলে ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে কোথায় যাবে তা নিয়ে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গত ১০ মাসে গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে

এ ছাড়া ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছেএর আগে হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দেয় নেতানিয়াহুবৃহস্পতিবার ইসরাইলের একটি সামরিক ঘাঁটি সফরের সময় এই ঘোষণা দেন তিনিনেতানিয়াহু বলেন, নিজেদের দেশকে রক্ষা করতে ইসরাইল প্রতিজ্ঞাবদ্ধযারা আমাদের ধ্বংস চায়, তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে দেব

×