ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাকাশ স্টেশনে পৌঁছাল তিন চীনা নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৩০ নভেম্বর ২০২২

মহাকাশ স্টেশনে পৌঁছাল তিন চীনা নভোচারী

চীনা তিন নভোচারী নিজেদের মহাকাশ স্টেশনে বুধবার পৌঁছেছেন

চীনা তিন নভোচারী নিজেদের মহাকাশ স্টেশনে বুধবার পৌঁছেছেন। শেনঝাউ-১৫ নভোযানে করে নিজেদের মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে পৌঁছালেন তারা। সেখানে ছয় মাস থাকবেন এই তিন নভোচারী। নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরে এটি হবে দ্বিতীয় স্থায়ীভাবে বসবাসকারী মহাকাশ কেন্দ্র যা থেকে চীনকে ২০১১ সালে বাদ দেওয়া হয়েছিল। মঙ্গলবার নভোযান শেনঝাউ-১৫ চীনের উত্তর পশ্চিমের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যাত্রা শুরু করে। এই মহাকাশ স্টেশনটি প্রায় এক দশক ধরে কাজ করবে এবং প্রায় শূন্য মাধ্যাকর্ষণে পরীক্ষা চালাবে বলে জানা গেছে। চায়না ম্যানড স্পেস এ্যাডমিনিস্ট্রেশন জানায়, নভোচারীরা স্টেশনের চারপাশে সরঞ্জাম স্থাপনের কাজ করবেন। -বিবিসি

×