ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ॥ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ৩০ নভেম্বর ২০২২

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ॥ নিহত ৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশের ক্ষতিগ্রস্ত গাড়ি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার নগরীর বালেলি এলাকায় চালানো এই হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জন পুলিশ সদস্য রয়েছেন। খবর ডনের।
পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) রয়টার্সের কাছে পাঠানো এক খুদে বার্তায় হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি পাকিস্তান সরকারের সঙ্গে থাকা একটি অস্ত্রবিরতি চুক্তি চলতি সপ্তাহে শেষ করার পর এ হামলাটি চালালো। পুলিশ কর্মকর্তা আব্দুল হক বলেছেন, পুলিশের টহল দলকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ৩০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

×