ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পশ্চিম তীরে প্রাচীর তুলবে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ২৯ নভেম্বর ২০২২

পশ্চিম তীরে প্রাচীর তুলবে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের একটি গ্রাম

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ১০০ কিলোমিটারজুড়ে কাঁটাতারের বেড়ার পরিবর্তে এবার কংক্রিটের প্রাচীর নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল। এরই মধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বিষয়টির অনুমোদন দিয়েছে বলেও জানা গেছে। ফিলিস্তিনের দাবি, পশ্চিম তীরকে চিরতরে দখলে নিতেই এমন পরিকল্পনা করছে তেল আবিব। মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, ২০ বছর আগে নির্মিত কাঁটাতারের বেড়ার পরিবর্তে কংক্রিটের দেওয়াল নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ গেল গত ১৪ নভেম্বর দেওয়াল নির্মাণের বিষয়টিতে অনুমোদন দিয়েছেন উল্লেখ করে আগামী মাসেই এ নির্মাণকাজ শুরু হতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। ১৯৬৭ সালে নির্ধারিত সীমানা বরাবর এই দেওয়াল নির্মাণ করা হবে।
আরও দুই ফিলিস্তিনিকে হত্যা ॥ অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি ঘটনায় ইসরাইলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার সকালে ঘটনা দুটি ঘটেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী এসব মৃত্যুর কথা নিশ্চিত করেনি।  -আল মনিটর

×