
.
চলতি বছরের জুন মাসের পর আবারও স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছেন কিম জং উন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফর এবং আমেরিকান বিমানবাহী দক্ষিণ কোরিয়ার সঙ্গে নৌমহড়ার প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে উত্তর কোরিয়ার এ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। জুনের শুরুতে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর রবিবার আবারও একই ঘটনা ঘটিয়েছে দেশটি। পিয়ংইয়ংয়ের প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তরে, পূর্ব উপকূলের দিকে তাইচন থেকে অন্তত একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাপানের প্রতিরক্ষামন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন। -ব্লুমবার্গ