ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানাডার ৬২ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:২২, ৬ আগস্ট ২০২২; আপডেট: ১৩:০২, ৬ আগস্ট ২০২২

কানাডার ৬২ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

রাশিয়ার পতাকা

কানাডার ৬২ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। শুক্রবার (৫ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশের কর্মকর্তা, সাংবাদিক এবং সামরিক বিশেষজ্ঞ ও গির্জার প্রধানদের ওপর কানাডা নিষেধাজ্ঞা দেওয়ায় রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে এ নিষেজ্ঞা আরোপ করেছে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, রুশ নিষেধাজ্ঞার আওতায় কানাডার সরকারি কর্মকর্তা, রাজনীতিক বিশ্লেষক, শিল্পী ও ধর্মগুরুরা আছেন।  

নিষেধাজ্ঞা আরোপ করা কানাডার নাগরিকদের নামের তালিকা প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, কানাডার সরকার প্রধান জাস্টিন ট্রুডু রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সূত্র: আনাদোলু।

এসআর

×