ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আমিরাতের গোল্ডেন ভিসায় যেসব সুবিধা পাবেন

প্রকাশিত: ১০:০৭, ২০ জুলাই ২০২৫

আমিরাতের গোল্ডেন ভিসায় যেসব সুবিধা পাবেন

আমিরাতের গোল্ডেন ভিসা

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলে গুরুত্বপূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন। নিচে আমিরাতি গোল্ডেন ভিসার বড় সুবিধাগুলো তুলে ধরা হলো:

১. দীর্ঘমেয়াদি ও নবায়নযোগ্য রেসিডেন্সি

গোল্ডেন ভিসা থাকলে আপনি ১০ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। আপনি যে ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করেছিলেন, সেই শর্ত পূরণ করলে এটি পুনঃনবায়ন করা সম্ভব।

২. স্পনসর বা নিয়োগদাতা লাগবে না

সাধারণত আমিরাতে রেসিডেন্সি ভিসার জন্য স্পনসর প্রয়োজন হয় – যেমন কোম্পানি বা পরিবারের সদস্য। কিন্তু গোল্ডেন ভিসা একেবারেই স্বতন্ত্র বা ‘সেলফ-স্পনসরড’, ফলে আগের চাকরি ছাড়লেও নতুন ভিসা নেওয়ার প্রয়োজন পড়ে না।

৩. ছয় মাসের বেশি বিদেশে থাকলেও ভিসা বাতিল হবে না
সাধারণ রেসিডেন্সি ভিসা হলে ছয় মাসের বেশি সময় আমিরাতের বাইরে থাকলে তা বাতিল হয়ে যায়। তবে গোল্ডেন ভিসার ক্ষেত্রে এমন কোনো বিধিনিষেধ নেই। দেশের বাইরে গেলেও আপনার ভিসা বৈধ থাকবে।

৪. পরিবারের সদস্যদের সহজে স্পনসর করার সুবিধা

গোল্ডেন ভিসায় পুরুষ সন্তানকে ২৫ বছর বয়স পর্যন্ত এবং যদি তার কোনো প্রতিবন্ধিতা থাকে, তবে যেকোনো বয়সে স্পনসর করা যায়। এমনকি গোল্ডেন ভিসার মূলধারক মারা গেলেও পরিবারের সদস্যদের ভিসা বৈধ থাকে।

৫. অসীম সংখ্যক গৃহকর্মী স্পনসর করা
এই ভিসার আওতায় আপনি যত ইচ্ছা গৃহকর্মী স্পনসর করতে পারবেন, কোনো নির্দিষ্ট সীমা নেই।

৬. বিশেষ মাল্টিপল এন্ট্রি ভিসা
যারা এখনো গোল্ডেন ভিসা পাননি এবং আমিরাতে বসবাস করছেন না, তাদের জন্য একটি ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা আছে। এটি দিয়ে তারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আমিরাতে আসতে পারবেন।

৭. ড্রাইভিং লাইসেন্সের জন্য ক্লাস ছাড়াই আবেদন
দুবাইয়ে গোল্ডেন ভিসাধারীরা যদি নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স রাখেন, তাহলে কোনো ক্লাস ছাড়াই কেবল লিখিত ও সড়ক পরীক্ষায় অংশ নিয়ে লাইসেন্স পেতে পারেন।

৮. বিশেষ স্বাস্থ্যবিমা সুবিধা

গোল্ডেন ভিসাধারীরা যদি কর্মরত হন, তবে তাদের কোম্পানির বিমা বহাল থাকবে। তবে যারা বিনিয়োগকারী, ফ্রিল্যান্সার বা বিদেশে বসবাস করছেন, তাদের জন্য ডেডিকেটেড স্বাস্থ্যবিমা প্যাকেজ রয়েছে। যেমন – দামান হেলথ ইনস্যুরেন্সের প্যাকেজ শুরু হয় বছরে মাত্র ২ হাজার ৩৯৩ দিরহাম থেকে, যেখানে তিন লাখ দিরহাম পর্যন্ত কভারেজ রয়েছে।

৯. চাকরিতে আরও বেশি স্বাধীনতা ও সুরক্ষা

সাধারণ ভিসাধারীরা চাকরি ছাড়ার সময় নিয়ম না মানলে এক বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন। তবে গোল্ডেন ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েন না। সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী, গোল্ডেন ভিসা অধিকারীরা চাকরি পরিবর্তনে অতিরিক্ত সুবিধা পান এবং আইনি ঝামেলা এড়াতে পারেন।

সূত্র: গালফ নিউজ
 

তাসমিম

×