ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকালো ইসরায়েলি সামরিক বাহিনী

প্রকাশিত: ০৭:৪০, ২৩ মে ২০২৫

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকালো ইসরায়েলি সামরিক বাহিনী

ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন এলাকায় হোম ফ্রন্ট কমান্ড কর্তৃপক্ষ বিমান হামলার সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, হেবরন শহরের আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দৃশ্য দেখা গেছে, যেখানে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করেছে।

এসএফ

×