ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসরাইল-ফিলিস্তিন নেতার প্রথম ফোনালাপ

প্রকাশিত: ০২:৩৬, ১৪ জুলাই ২০২২

ইসরাইল-ফিলিস্তিন নেতার  প্রথম ফোনালাপ

.

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং ফিলিস্তীনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত শুক্রবার সকালে ফোনে কথা বলেছেন৫ বছরের মধ্যে দুই নেতা এই প্রথম ফোনালাপ করলেন বলে মনে করা হচ্ছেসিএনএন এ খবর জানিয়েছেলাপিদের কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘দুইজন স্থির ও শান্ত পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা এবং এ ব্যাপারে সহযোগিতা অব্যাহত রাখার বিষয় নিয়ে কথা বলেছেনফিলিস্তীনের প্রেসিডেন্ট আব্বাস ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লাপিদকে ধন্যবাদ জানিয়েছেনঅন্যদিকে, লাপিদ ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন আব্বাসকে

ফিলিস্তীনের বার্তা সংস্থা ওয়াফাও এই ফোনালাপের খবর জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট আব্বাস যত শীঘ্রই সম্ভব এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করতে দেখার আকাক্সক্ষা প্রকাশ করেছেনইয়াইর লাপিদের আগে ১২ মাস ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নাফতালি বেনেটতিনি তার প্রধানমন্ত্রীত্বের এই একবছরে ফিলিস্তীনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে কথা বলেননিএর আগে বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকার সময় ফিলিস্তীনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল২০১৭ সালে নেতানিয়াহু সর্বশেষ ফিলিস্তিন নেতার সঙ্গে কথা বলেছিলেন বলে খবর পাওয়া যায়

কিন্তু বর্তমান ইসরাইল সরকারের পরিবর্তিত দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ গত বৃহস্পতিবার সন্ধ্যায় রামাল্লায় যান ফিলিস্তীনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে দেখা করতেবৈঠকে দুই নেতা রাজনৈতিক আবহ তৈরি এবং দুপক্ষের মধ্যে সই হওয়া বিভিন্ন চুক্তির (১৯৯০ এর দশকের কয়েকদফা চুক্তি) প্রতিশ্রুতি রক্ষায় গুরুত্বের ওপর জোর দেন বলে জানিয়েছে

×