ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে বড় কৃষ্ণ গহ্বরের সন্ধান

প্রকাশিত: ২১:১৫, ৩১ মার্চ ২০২৩

সবচেয়ে বড় কৃষ্ণ গহ্বরের সন্ধান

.

এক দৈত্যাকার কৃষ্ণগহ্বরের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর ভর তিন হাজার কোটি সূর্যের সমান! লাখ লাখ আলোকবর্ষ দূরেঅ্যাবেল ১২০১ গ্যালাক্সি ক্লাসটার বা ছায়াপথ-পুঞ্জের মধ্যে একটি ছায়াপথের কেন্দ্রে রয়েছে সে। বিজ্ঞানীদের দাবি, এত বড় কৃষ্ণগহ্বরের কথা এর আগে জানা ছিল না।

এই গবেষণার নেতৃত্বে রয়েছে ব্রিটেনের ডারহ্যাম ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিদ জেমস নাইটিঙ্গেল। তিনি জানিয়েছেন, পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত ওই ছায়াপথটিকে পর্যবেক্ষণ করা হচ্ছিল। তখনই তার কেন্দ্রস্থিত কৃষ্ণগহ্বরটি নিয়ে তাদের আগ্রহ জন্মায়।গ্র্যাভিটেশনাল লেন্সিং প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হয়। হাবল স্পেস টেলিস্কোপে তোলা ছবিগুলোকে আধুনিক কম্পিউটার মডেলিংয়ে ফেলা হয়। ছায়াপথের যেখানে কৃষ্ণগহ্বর রয়েছে, সেখানে আলো কতটা বেঁকে যাচ্ছে, তা খুঁটিয়ে দেখা হয়। এভাবে হাজারো পরীক্ষা-নিরীক্ষার পরে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, পর্যন্ত তাদের জানা সর্ববৃহৎ কৃষ্ণগহ্বর এটি। গতকালরয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি- পত্রিকামান্থলি নোটিসেস- প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি।  সদ্য আবিষ্কৃত কৃষ্ণগহ্বরটি খুব একটা সক্রিয় নয়। এক্স-রে বিকিরণ একেবারেই কম। ফলে একে বিশ্লেষণ করা বেশ কঠিন ছিল। পর্যন্ত যতগুলো কৃষ্ণগহ্বর চিহ্নিত হয়েছে, সবকটিই সক্রিয়। এরা সবকিছু গিলে নেয় এবং পরিবর্তে আলো এক্স-রে আকারে প্রচ- শক্তি উগড়ে দেয়। কিন্তু এক্ষেত্রে তা ঘটেনি।গ্র্যাভিটেশনাল লেন্সিং-এর সাহায্যে একে পরীক্ষা করেন বিজ্ঞানীরা। -ইয়াহু নিউজ

×