ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভিয়েতনামে নৌকা ডুবে ৩৭ মৃত্যু

প্রকাশিত: ০০:৫৯, ২১ জুলাই ২০২৫

ভিয়েতনামে নৌকা ডুবে ৩৭ মৃত্যু

ভিয়েতনামের হা লং বেতে দুর্ঘটনাস্থলে সন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা

ভিয়েতনামে খারাপ আবহাওয়ার মধ্যে পর্যটকবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন বেশ কয়েকজন। ভিয়েতনামের উত্তরে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে এই ঘটনা ঘটেছে। যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবার। খবর বিবিসির।
উদ্ধারকারীরা বলছেন, ভারি বৃষ্টিপাতের কারণে জীবিতদের সন্ধানে ব্যাঘাত ঘটছে, তবে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়ান্ডার সিজ নামের জাহাজটিতে ৫৩ জন যাত্রী ছিল। সেটি হঠাৎ ঝড়ের কবলে পড়ার পর ডুবে যায়।  একজন প্রত্যক্ষদর্শী একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়।

এ সময় মুষলধারে বৃষ্টি, বজ্রপাত শুরু হয়। জানা গেছে, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে কমপক্ষে আট শিশু রয়েছে। নিখোঁজদের খুঁজে বের করার জন্য রাত পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্যানেল হু

×