ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

৮১ আফগান নাগরিককে দেশে ফেরত

অভিবাসন নিয়ে কঠোর অবস্থানে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ১৯ জুলাই ২০২৫

অভিবাসন নিয়ে কঠোর অবস্থানে জার্মানি

বার্লিনে চ্যান্সেলর অফিসের সামনে আফগান জনগণের সমর্থনে বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড প্রদর্শন

আফগানিস্তানে দণ্ড প্রাপ্ত ৮১ আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে জার্মানি। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান দেখাতে চায় দেশটির নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সরকার। শনিবার জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই ৮১ আফগান নাগরিককে বহনকারী একটি বিমান আফগানিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। এরা সকলেই জার্মান আদালতে অপরাধের দায়ে দ-িত এবং তাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট বলেন, আফগানিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভবিষ্যতেও নিরাপদে অব্যাহত থাকবে। আমাদের দেশে কোনো গুরুতর অপরাধীর থাকার অধিকার নেই। খবর ডয়েচে ভেলের। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর জার্মানি আফগানিস্তানে ফেরত পাঠানো বন্ধ করেছিল এবং কাবুল দূতাবাসও বন্ধ করে দেয়। তবে গত বছর প্রথমবারের মতো আবারও ফেরত পাঠানো শুরু হয়। সে সময় ২৮ জন দ-িত আফগান নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

শনিবারের বহিষ্কার প্রক্রিয়ায় কাতারের সহায়তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তালেবান সরকারের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ না রেখে তৃতীয় পক্ষের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি দুর্বিষহ।

প্যানেল হু

×