
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে
ভারি বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন অঞ্চল। এরই মধ্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পাঞ্জাবে বন্যায় এক সপ্তাহে মারা গেছেন অন্তত ১৮০ জন। সেখানে আগামী তিনদিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের রাজস্থানও তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। এদিকে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি প্রদেশেও ডুবে আছে বন্যার পানিতে। অন্যদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্সের বনাঞ্চল। খবর ইয়াহু নিউজের।
শুক্রবার টানা বৃষ্টির পর থেকেই তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে ভারতের রাজস্থানের আজমির শহরে। স্থানীয় মিত্তাল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং জওহারলাল নেহরু মেডিক্যাল কলেজ এলাকা ডুবে আছে বন্যার পানিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতাল দুটিতে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাদের স্বজনরা। জলাবদ্ধতার কারণে শহরে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সড়কে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। গাড়ির ভেতরেও বন্যার পানি ঢুকে যাচ্ছে। এমনকি একাধিক ট্রাকও ডুবে গেছে।
ভারতে গঙ্গা ও যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় উত্তর প্রদেশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পাঞ্জাব প্রদেশের বন্যার পানি কিছুটা নেমেছে। বন্যায় দেশটিতে দেড় শতাধিক মানুষ মারা যাওয়ার পর এখন ক্ষতিগ্রস্ত এলাকা আবারও বসবাসের যোগ্য করে তোলার চেষ্টা করছেন স্থানীয়রা। দুর্যোগ পরবর্তী কাজে তাদের সহায়তা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ।প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ কোরিয়াও। বন্যাকবলিত অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি বাসিন্দাকে।
বন্যার পানিতে তলিয়ে গেছে উত্তর গিয়ংসাং প্রদেশের বেশিরভাগ অংশ। রাজধানী সিউলে একদিনে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টিপাতে বন্ধ রাখা হয়েছে চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত অবকাঠামো ও স্থাপনা। দেশটির দক্ষিণের চুংচিয়ং অঞ্চলে পানির নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও যানবাহন। বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে ভূমিধস। ভারি বৃষ্টি আর বন্যায় যখন বিপর্যস্ত এশিয়া, তখন তীব্র তাপ প্রবাহের ফলে সৃষ্ট দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ।
ভয়াবহ দাবানলের কবলে স্পেনের আভিলা অঞ্চলের নাভারুয়েনগা বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে দেশটির জরুরি সহায়তাকারী কর্মীরা। কিন্তু শুষ্ক ও প্রতিকূল আবহাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ২৫০ হেক্টর এলাকাজুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় দেড় শতাধিক বাড়ি থেকে স্থানীয়দের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
প্যানেল হু