ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোতাবায়ার বিরুদ্ধে মামলার অনুমতি

প্রকাশিত: ২২:৩৪, ৭ অক্টোবর ২০২২

গোতাবায়ার বিরুদ্ধে মামলার অনুমতি

.

দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল শ্রীলঙ্কা (টিআইএসএল) দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে মামলার আবেদন করেছিল। সংগঠনটির আবেদনের প্রেক্ষিতে দেশটির সর্বোচ্চ আদালত মামলার অনুমতি দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কার সুপ্রীমকোর্টের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর ডেইলি মিররের। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ আদালত শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই গবর্নরের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন।
সাত দশকের বেশি সময়ের মধ্যে শ্রীলঙ্কা সবচেয়ে বাজে আর্থিক সঙ্কটের মুখে পড়েছে।

×