ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান

প্রকাশিত: ১১:০৮, ১৫ আগস্ট ২০২২

তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান

যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে চীনের ১১ যুদ্ধবিমান। এ বছর বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটেছে।

রবিবার (১৪ আগস্ট) চীনা সামরিক বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে জানানো হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং চীনা-দাবিকৃত দ্বীপের কাছাকাছি সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চীন তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদিও গত সপ্তাহের তুলনায় এবারের তৎপরতা বেশ ছোট পরিসরেই হয়েছে।

এর আগে গত মে মাসে তাইওয়ানের আকাশে চীনের ৩০টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করে।গত জানুয়ারির পর এটাই ছিল চীনের সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা।

 যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার ন্যান্সি পেলোসি যদি তাইওয়ান সফরকে কেন্দ্র করে নতুন করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা শুরু হয়। 

এসআর

×