ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় গোলাপি হীরক খণ্ড

এএফপি

প্রকাশিত: ২১:৪৭, ২৭ জুলাই ২০২২; আপডেট: ২১:৪৯, ২৭ জুলাই ২০২২

সবচেয়ে বড় গোলাপি হীরক খণ্ড

গোলাপি হীরক খণ্ড

মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার এক খনিতে বিরল গোলাপি রঙের একটি হীরক খণ্ডের সন্ধান পাওয়া গেছেবুধবার এই হীরক খণ্ড পাওয়ার ঘোষণা দিয়ে খনিতে উত্তোলন কাজে নিয়োজিত অস্ট্রেলীয় এক অপারেটর সংস্থা বলেছে, গত ৩০০ বছরের মধ্যে কোনও খনিতে পাওয়া এটিই বিরল গোলাপি রঙের সবচেয়ে বড় হীরার টুকরাবিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে লুকাপা ডায়মন্ড কোম্পানি বলেছে, অ্যাঙ্গোলার খনিতে পাওয়া গোলাপি রঙের হীরার টুকরাটির নাম রাখা হয়েছে দ্য লুলো রোজএর ওজন ১৭০ ক্যারেট

দেশটির হীরা সমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলীয় লুলো খনিতে এটি মিলেছেবিশ্বে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় গোলাপি হীরা এটিটাইপ আইআইএ হীরক খ-টি প্রাকৃতিক পাথরগুলোর মধ্যে অন্যতম বিরল এবং বিশুদ্ধতমআর এই হীরার টুকরার ঐতিহাসিক সন্ধান পাওয়ার ঘটনায় খনির উত্তোলনকাজে নিয়োজিতদের অভিনন্দন জানিয়েছে অ্যাঙ্গোলার সরকারএই খনিতে দেশটির সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে লুকাপা ডায়মন্ড। -এএফপি

×