ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হার্ট ফেইলিওর রোগীদের জন্য আশার আলো হয়ে আসলো যে প্রযুক্তি!

প্রকাশিত: ২১:১৭, ২০ জুলাই ২০২৫

হার্ট ফেইলিওর রোগীদের জন্য আশার আলো হয়ে আসলো যে প্রযুক্তি!

ছবি: সংগৃহীত।

বাংলাদেশসহ সারা বিশ্বে হার্ট ফেইলিওর এখন একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। সময়মতো চিকিৎসা না নিলে এই রোগ মারাত্মক হতে পারে এবং শেষপর্যন্ত মৃত্যু ঘটতে পারে। তবে আশার কথা হলো, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এখন অনেককে নতুন জীবন দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন হলো এলভিএডি (LVAD) বা Left Ventricular Assist Device।

 

এই যন্ত্রটি মূলত এমন রোগীদের জন্য, যাদের হৃদপিণ্ড পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে এবং যাদের হৃদযন্ত্র প্রতিস্থাপনের (হার্ট ট্রান্সপ্লান্ট) প্রয়োজন। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে যেমন বাংলাদেশে দাতা হৃদপিণ্ডের সংকট থাকায় অনেকেই এই চিকিৎসা থেকে বঞ্চিত হন। এলভিএডি এমন রোগীদের জন্য হয়ে উঠেছে এক রকম ‘ব্রিজ-টু-ট্রান্সপ্লান্ট’ বা ‘লাইফলাইন’।


এখন পর্যন্ত বাংলাদেশে সীমিত পরিসরে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। এটি খরচসাপেক্ষ হলেও ধনী দেশগুলোর তুলনায় খরচ কিছুটা কম। উন্নত চিকিৎসা কেন্দ্রগুলোতে এলভিএডি প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ চিকিৎসক দলও তৈরি হচ্ছে।

 

হার্ট ফেইলিওরের অন্যতম লক্ষণ হলো অতিরিক্ত ক্লান্তি, হাঁটার সময় শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা এবং পা ফুলে যাওয়া। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

 

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো সঠিক চিকিৎসা না নিলে হার্ট ফেইলিওর প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিন্তু এলভিএডি প্রযুক্তির কারণে এখন চিকিৎসা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এসেছে। এতে করে যেসব রোগী আগে মৃত্যুর প্রহর গুনতেন, তাদের অনেকেই এখন স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন।

মিরাজ খান

×